Posted on 21st June 20216th July 2021 MOCK TEST 1 ON INDIAN IRRIGATION AND RIVER SYSTEM FROM INDIAN GEOGRAPHY By. STUDENTS'HELPFORUM View Count. 0 22 Created on June 21, 2021 By STUDENTS'HELPFORUM MOCK TEST ON INDIAN IRRIGATION AND RIVER SYSTEM FROM INDIAN GEOGRAPHY 1 / 25 দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্প অনুকরণে পরিকল্পিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এর টেনেসি ভ্যালি প্রজেক্ট রাশিয়ার লিনা প্রজেক্ট আমাজন নদী উপত্যকা প্রজেক্ট চীনের হোয়াং হো প্রজেক্ট 2 / 25 নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত কৃষ্ণা কাবেরী তুঙ্গভদ্রা সোন 3 / 25 ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে এই উদ্দেশ্যে হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্যে চাষের জমিতে জল সরবরাহের জন্য উপরোক্ত কোনোটিই নয় 4 / 25 ভারত বাংলাদেশের জলবণ্টন নিয়ে বিতর্কের কারন হল নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার জন্য মাইথন ড্যাম ফারাক্কা ব্যারেজ দুর্গাপুর ব্রহ্মপুত্র 5 / 25 ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল কূপ খাল পুকুর সমুদ্র 6 / 25 ভারতের উপদ্বীপীয় অঞ্চলের জলসেচের মুখ্য ব্যবস্থা হল খাল পুকুর / বদ্ধ জলাশয় কূপ স্প্রিঙ্কলার 7 / 25 ভারতের সর্বোচ্চ Gravity বাঁধ হল হিরাকুদ ভাকরা নাঙ্গাল মেত্তুর মাইথন 8 / 25 ভারতের বৃহত্তম জলসেচের উৎস হল কূপ খাল পুকুর সমুদ্র 9 / 25 হীরাকুঁদ পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে কৃষ্ণা মহানদী কোসি চম্বল 10 / 25 ভারতের বৃহত্তম জলাধার হলো ভাকরা ইন্দিরা সাগর হীরাকুঁদ পরিকল্পনা উপরোক্ত কোনোটিই নয় 11 / 25 কুন্ডা পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা চম্বল গোমতী তাপ্তী 12 / 25 উকাই বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে তাপ্তী নর্মদা চম্বল শিপ্রা 13 / 25 কাকরাপাড় বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে চম্বল তাপ্তী নর্মদা ময়ূরাক্ষী 14 / 25 জলাশয় থেকে সর্বাধিক জলসেচ হয় কোন রাজ্যে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ 15 / 25 ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় কূপ ও নলকূপ এর সাহায্যে জলাশয় এর সাহায্যে খালের সাহায্যে নদীর সাহায্যে 16 / 25 ভারতের কৃষিকাজে ব্যাবহৃত জলের কত শতাংশ খাল বাহিত জলের সাহায্যে সম্পাদিত হয় ৫০% ৪০% ৩০% ৬০% 17 / 25 ভারতের দীর্ঘতম খাল গ্র্যান্ড ক্যানাল ইন্দিরা গান্ধী ক্যানাল ভাকরা -নাঙ্গাল খাল কোনোটিই নয় 18 / 25 আলমাত্তি বাঁধ কোন নদীর উপর আছে শতদ্রু কাবেরী নর্মদা কৃষ্ণা 19 / 25 কাবেরী নদীর জল নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে সমস্যা আছে কর্ণাটক -তামিলনাড়ু কর্ণাটক -অন্ধ্রপ্রদেশ কর্ণাটক -কেরল অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু 20 / 25 ভারতে কূপের সাহায্যে জলসেচের প্রচলন বেশি উত্তর ভারতে পূর্ব ভারতে A & B পশ্চিম ভারতে 21 / 25 পৃথিবীর দীর্ঘতম বাঁধ ভাকরা -নাঙ্গাল ম্যাসাঞ্জোর হিরাকুদ কোনোটিই নয় 22 / 25 ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ভাকরা -নাঙ্গাল হিরাকুদ দামোদর ময়ূরাক্ষী 23 / 25 বোকারোর কাছে দামোদর নদের ওপর নির্মিত বাঁধটি হলো মাইথন তিলাইয়া কোনার তেনুঘাট 24 / 25 মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে যে নদীর ওপর তার নাম গোদাবরী নর্মদা কৃষ্ণা কাবেরী 25 / 25 দামোদর উপত্যকা পরিকল্পনা গৃহীত হয় কোন সালে ১৯৪৭ ১৯৫১ ১৯৯১ ১৯৪৮ Your score is The average score is 71% LinkedIn Facebook Twitter 0% Restart quiz